স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কুণ্ডেশ্বরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ ১৯৭০ সালে কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে নারীশিক্ষার অনিশ্চয়তা ও নানাবিধ নারীদের পশ্চাদপদতা থেকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে তিনি সব সময় চিন্তায় নিমগ্ন থাকতেন। আর্থিক অনটনের মধ্য দিয়ে বেড়ে ওঠা এই মহান ব্যাক্তি পরবর্তীতে বিত্তশালী হয়ে উঠেছিলেন তথাপি ব্যাক্তিগত স্বাছন্দ্যে ও আরাম আয়েশের কথা না ভেবে নারী জাতিকে কিভাবে শিক্ষিত করা যায়, সমাজে নারীদের প্রতিষ্ঠার কথা চিন্তা করতেন। নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠান সমূহ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। বর্তমান শিক্ষাবন্ধব সরকার দেশের প্রতিটি শিক্ষাঙ্গনকে আধুনিকায়নের আওতায় আনার জন্য বদ্ধ পরিকর। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বর্তমান পদ্ধতি সত্যিই প্রশংসার দাবীদার।
সম্রাট নেপোলিয়ান বলেছিলেন, “আমাকে একটি শিক্ষিত মা দাও,আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো।”
তাই আমরা অতি দ্রুত শিক্ষাবান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অনুসরণ করে উত্তরোত্তর শিক্ষার ক্ষেত্রে আরো জোরালো ভূমিকা রাখতে বদ্ধ পরিকর।